এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।।
বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মুক্তিযোদ্ধা স্বপন কুমার মিস্ত্রির সরকারি আবাসনের দালানটির নির্মাণ কাজ শেষ হতে না হতে ফাটল দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা স্বপন কুমার মিস্ত্রি এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। মুক্তিযোদ্ধা স্বপন কুমার মিস্ত্রি সরেজমিনে জানান, গত এক বছর ধরে ঠিকাদার আমার দালানের কাজ শুরু করে। কাজের ক্ষেত্রে অনেক তাল বাহানা করে নিম্মমানের ইট সহ অন্যান্য সরম্জাম দিয়ে কাছ করে। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বর্তমানে দালানের দুই কোনায় ভাটল দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন পিআইও এবং মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ দেবনাথ এবং পিআইও অফিসের ওয়াচার বাবুল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ত্রুটিপূর্ণ স্থান চিহ্নিত করেন। ঝালকাঠির অগ্রণী ব্যাংকের জুনিয়র অফিসার মো: সফিকুল ইসলাম (মন্টা) ঐ কাজ ক্রয় করেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা তার সহকারী সুবল দাস জানান, আমরা ঠিক মতই কাজ করেছি। ঐ এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ সাইটে মালামাল নিতে সমস্য হওয়ায় কিছুটা দেরী হয়েছে।
ঐ কাজের মূল ঠিকাদার সৈয়দ মুজিবুল ইসলাম টুকু জানান, যে সমস্যা হয়েছে তা ঠিক করার জন্য সফিকুলকে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা পিআইও মহাসিনুল হাসান জানান, এর পূর্বে ও আবাসনের মুক্তিযোদ্ধা স্বপন মিস্ত্রি অভিযোগ দিলে আমরা সমাধান করেছি। বতর্মানে যে সমস্য তা ঠিকাদার সম্পন্ন করে দিবে। তাদের কাজ আমরা বুঝে নেইনি। তাদের সিকিউরিটির অর্থ সরকারের কাছে জমা আছে।#
Leave a Reply