পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে হাসকিং মিলের পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে সাধারণ মানুষের প্রচলিত খাবার হিসেবে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব উপায়ে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাতকরণ এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগীতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ড অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার খায়রুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বানু, , ইএসডিও’র (এসইপি) ফোকাল পার্সন খাতিবর রহমান, পরিবেশ অফিসার কামরুল ইসলাম, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, চাল ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা জিয়াউল হক শাহ, ইউ’পি চেয়ারম্যান হিটলার হক, গোলাম মোস্তফা, শহীদ হোসেন, মোখলেসুর রহমান চৌধুরী, বিবেকানন্দ নিমাই, জিয়াউল ইসলাম জিয়া, টেলিনা সরকার হিমু সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধান, চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্তরে প্রতিযোগীতার উদ্ধোন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজামান সহ সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক মন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কলেজ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন। পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক একরামুল হক, সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *