ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠিতে শনিবার সকালে ফাতেমা কনভেনশন সেন্টারে প্রথমআলোর আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ বছর সারা দেশে দুইলক্ষ ৭০ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ঝালকাঠি জেলায় জিপিএ-৫ পেয়েছে প্রায় ছয়শত। ঝালকাঠিতে সংবর্ধনার জন্য নিবন্ধিত হয়েছে ৩৫০জন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথমআলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রথমআলো বন্ধু সভার সাবেক আহবায়ক ইলিয়াস বেপারী, সিভিল সার্জন ডা. এইচ. এম জহিরুল ইসলাম, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সরকারি বালক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুলতান আহম্মেদ, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রথমআলো বন্ধুসভার সাবেক সভাপতি মো. আফজাল হোসেন, বন্ধুসভার উপদেস্টা এবং প্রথমআলোর সাবেক জেলা প্রতিনিধি এডভোকেট আককাস সিকদার, বন্ধুসভার উপদেস্টা সবির হোসেন ও হাসান মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথমআলো জেলা প্রতিনিধি এডভোকেট মাহমুদুর রহমান পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাব্বির হোসেন রানা ও জান্নাতুল ইয়াসমিন তানজি।
Leave a Reply