সরকারি সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্যিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষার্থীদের উপস্থিতে এবং সকল শিক্ষক, অভিভাবকদের উপস্থিতিতে সারা মাঠ ছিল আনন্দ উল্লাসে বড়পুর। শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন দেশাত্ববোধক নাচে গানে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলা এবং অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের খেলাধুলা যেন ছিল এবছরের সেরা ঝমকালো এক আনন্দ উৎসব মূখর পরিবেশ।
বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকাল ৯টার দিকে প্রথমে উদ্ভোধনী অনুষ্ঠান এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বার্যিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।
প্রথম অধিবেশনে পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বার্যিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক মুহাম্মদ আবুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো: মাশহুদ চৌধুরীরর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইলি রানী বৈঞব এবং সিনিয়র শিক্ষক শওকত আলী আহমদের যৌথ পরিচালনায় দিনব্যাপী ১ম এবং ২য় অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র নাদের বখত্, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসীম চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক সুতপা রানী সরকার, সকল শিক্ষক শিক্ষিকাসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা। ###

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *