আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ বৃহস্পতিবার এ উপলক্ষে কলেজ চত্বরে বণাঢ়্য অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন।
পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক একরামুল হক, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নবাব হোসেন, নবাগত শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
Leave a Reply