গোদাগাড়ী সরকারি কলেজে নবীন বরণ

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি কলেজে নবীন বরণ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উমরুল হকের উদ্যোগে এবং ডেমোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জানে আলমের সভাপতিত্বে কলেজ চত্ত্বরে আয়োজিত নবীন বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস,সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ,
উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রিশিকুল ইউপি চেয়ারম্যান সহীদুল ইসলাম টুলু, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকারপ্রমুখ। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এদিকে এদিন দিনভর আলোচনায় ছিল মাটিকাটা ইউপির বিতর্কিত চেয়ারম্যান ও কুখ্যাত মাদক কারবারি সোহেল রানা। নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চে অতিথির আসনে তার বসা নিয়ে সাধারণের মাঝে এসব আলোচনার সুত্রপাত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক জৈষ্ঠ নেতা বলেন, সোহেলের মাদক কারবারে টান পড়েছে, সেটা নির্বিঘ্ন করতে কৌশলে
এমপির কাছাকাছি আসতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি সোহেল কখানোই নৌকা ও এমপির ভাল চাই না। তিনি বলেন, কদিন আগেও সোহেল চেয়ারম্যান গোপণে-প্রকাশ্যে নৌকা ও এমপিকে নিয়ে অপপ্রচার করেছে। এমনকি নৌকা ও এমপি বিরোধীদের অর্থের যোগান দিয়েছে, সেই ব্যক্তি কখানো নৌকা ও এমপির ভাল চাইতে পারে না, আসলে নিজের বিপদের কথা আঁচ করতে পেরেই, সে নিরাপদ থাকার জন্য এমপির পিছু নিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *