January 15, 2025, 6:53 am
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ফেব্রুয়ারী সকালে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সবঅপতি নওশাদ আলম, সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাংবাদিক সাঈদ,
সন্তোষ কুমার মন্ডল, সাহিদুল ইসলাম, প্রভাত রায়, প্রবীর মিত্র, প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রমুখ।