January 15, 2025, 12:09 pm
আজিজুল ইসলামঃ আহ্ছানিয়া মিশনের সহযোগী প্রতিষ্ঠান (ডাম) ৫০ জন ভিক্ষুকের মধ্যে এককালীন ২৫,০০০ (পচিশ হাজার) টাকা করে নগদ অর্থ প্রদান করেছে । মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার সময় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে খামারবাড়ির হলরুমে এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মন্জুরুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সুশান্ত কুমার তরফদার।
আরো উপস্থিত ছিলেন, যশোর জেলার শাখা মিশনের সভাপতি কৃষিবিদ মোঃ নিয়ামুল কবীর। মোঃ আসলাম উদ্দিন, জোনাল ম্যানেজার যশোর, কাজী জসিম উদ্দিন, জোনাল ম্যানেজার বরিশাল জোন, মোঃ আলতাফ হোসেন, এরিয়া ম্যানেজার, এবং ডিএফইডি’র বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজারগন।
এছাড়া উপস্থিত ছিলেন বাগআঁচড়া ব্রাঞ্চের মো ইউনুস আলী ও শার্শা ব্রাঞ্চের মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও যশোর সদর, ঝিকরগাছা, এবং কলারোয়া উপজেলা, সাতক্ষীরা জেলার অনুদান গ্রহনকারী ৫০ জন উদ্যমী সদস্য বৃন্দ।
ডিএফইডি মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মএলাকার ১৫টি এরিয়ার ৮১ ব্রাঞ্চ অফিসের মাধ্যমে ১৫টি জেলার ৬৫ টি উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের আর্থিক সহায়তায় ৪ ফেব্রয়ারী ২০১৫ সন হতে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০২২ পযর্ন্ত ১২৩ জনের মধ্যে ২,৭৭,০৪,০০০ (দুই কোটি সাতাত্তর লক্ষ চার হাজার) টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ২০ (বিশ) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত সহায়তার মধ্যে যশোর জেলায় ৫০ জন উদ্যমী সদস্যদের মধ্যে ১২,৫০,০০০ (বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হবে। এবং বাকী খুলনা জেলায় ৩০ জন উদ্যমী সদস্যদের মধ্যে প্রতি জনে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা হিসাবে ৭,৫০,০০০ (সাত লাখ পঞ্চাশ হাজার) টাকার চেক প্রদান করা হয়েছে। ডিএফইডি’র যশোর ও খুলনা এরিয়া ও যশোর জেলার শাখা মিশন কর্তৃক যৌথখভাবে নির্বাচনকৃত ৫০ জন উদ্যমী সদস্যদের মধ্যে প্রধান অতিথি ১২,৫০,০০০ (বার লক্ষ পঞ্চাশ হাজার টাকার) প্রতি জনের ২৫,০০০ (দুই হাজার পাঁচশত) টাকার চেক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ লকিয়তউল্লাহ, সহ-সভাপতি আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ও উপদেষ্টা ঢাকা আহ্ছানিয়া মিশন।