মধ্যনগরে আগুন দেখেই চিৎকার গৃহবধূর, অতঃপর মৃত্যু

মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু ও একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুন দেখে এক গৃহবধূ স্ট্রোক করে মারা গেছেন বলেও জানা গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গোয়ালঘর থেকে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালান কৃষক আব্দুল আলী। মশার কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে থাকা খড়ের গাদায় আগুন লাগে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তারপর গোয়ালঘর ও সেখানে থাকা সাতটি গরুর মধ্যে চারটি গরু এবং একটি বসতঘর ভস্মীভূত হয়। এ সময় আগুন দেখে চিৎকার করে পড়ে যান প্রতিবেশী ওসমান গনির স্ত্রী রেহেনা (৩৮)। তিনি স্ট্রোক করেন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী ছুটে এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আলী বলেন, আমার সব কিছু আগুনে পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। বাকি তিনটি গরু মুমূর্ষু অবস্থায় আছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান জানান, গৃহপালিত পশু ও বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শান্ত তালুকদার
মধ্যনগর,সুনামগঞ্জ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *