January 15, 2025, 6:38 am
গাজীপুর প্রতিনিধিঃ
পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের দেশ-জাতি-সমাজ তথা মানুষের কল্যাণে কাজ করা উচিত। কারো উপকার করতে না পারি, আমাদের খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়।
(বুধবার) ১৫ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত, সভায় মোবাইল ফোনকে ভয়ংকর মাদকের সাথে তুলনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, ইলেকট্রনিক ডিভাইসগুলো মাদকদ্রব্যের মতোই ভয়ংকর, তাই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাইকেই এই নেশার দ্রব্যের থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে, অভিভাবকদেরও মোবাইল ফোন ব্যবহারের মাত্রা কমাতে হবে কারণ সন্তান তার পিতামাতার থেকে অনেক কিছু শিখে নেয়। মোবাইল ফোন ব্যবহারে একদমই সময় নষ্ট না করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, পরীক্ষার আগে যেটুকু সময় আছে মোটেই অপচয় করবে না। তবেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।
ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার সিমলার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, দ্বাদশ শ্রেণির কো-অর্ডিনেটর ও ব্যবসায় শিক্ষা শাখার শ্রেণি শিক্ষক প্রভাষক রাজিবুল আলম এবং অভিভাবকদের পক্ষ থেকে মো. আবুল কালাম আজাদ এবং মোসা: জান্নাতুল ফেরদৌস।
সভায় বিপুলসংখ্যক অভিভাবক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি হাতে পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করার পর অভিভাবকদের হাতে ট্রান্সক্রিপ্ট তুলে দেওয়া হয়।
#####
রাসেল শেখ
গাজীপুর