জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-এসপি) এ,কে এম ওহিদুন্নবী রিফাত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে এ,কে এম ওহিদুন্নবী রিফাতকে এ পদোন্নতি প্রদান করা হয়।
বিসিএস ৩৪ তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১ জুন তিনি দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ-এসপি) পদে যোগদান করেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।
Leave a Reply