January 3, 2025, 3:19 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামাজ শেষে বাড়ী ফেরার পথে বালু টানা ট্রলি চাপায় হাবিবুর রহমান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাবিবুর রহমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর জানান, পার্শ্ববর্তী মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ীর দিকে যাচ্ছিলেন নিহত হাবিবুর রহমান শেখ। এসময় বাঁশবাড়ীয়া থেকে ছেড়ে আসা বালু টানা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে হাবিবুর রহমান মারা যান ও দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।
তিনি আরো জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। #