কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ উৎসব পালিত

মোঃ জাকির হোসেন, কেশবপুর(যশোর):
কেশবপুরে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন কমিটির আয়োজনে জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ১৪ফেব্রুয়াী বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খান।
অনুষ্ঠানে বসন্তের গান ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে করা হয় অতিথিবরণ। বাসন্তী সাজে সজ্জিত হয়ে বসন্ত উৎসবে আসে বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে তরুণী ও নারীরা হলুদ বর্ণের শাড়ি আর মাথায় ফুলের মুকুট পরে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। বিকেল থেকে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে দর্শকদের বিনোদন দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *