January 15, 2025, 7:39 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় তেল জাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে জাইকার অর্থায়নে, উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে উপজেলা সেচ কমিটির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর বসু, জাইকা প্রতিনিধি মোঃ মেজবাহ্ উদ্দিনসহ অন্যান্যরা। তিন দিনের প্রশিক্ষনে ২১জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছেন।