January 15, 2025, 3:55 am
মংচিন থান বিশেষ প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউর সদস্য পরিবারের মধ্যে ১৫ ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল ৩টা ছাতন পাড়া অফিসে সবজি বীজ ক্রয় করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার(সিডিও)মি:উচোমেন এর সভাপতিত্বেব বক্তব্য রাখেন তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান,উপ- সহকারী কৃষি অফিসার মি:য়েনচিংঅং,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
আলোচনা শেষে সি সি ইউ সদস্য পরিবারের মাঝে ২৫০ জনকে সবজি বীজ ক্রয় করার জন্য ১৫০টাকা করে মোট ৩৭,৫০০ টাকা প্রধান করা হয়।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি