January 5, 2025, 5:36 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাজীপুরে বনের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ গৌরনদী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পটিয়ায় আদালতের নির্দেশ না মেনে জোরপূর্বক ঘর নির্মাণ তানোরে আলুখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন মহিলা আসামি গ্রেফতার পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনে নির্দেশনা শিলই ইউনিয়ন বিএনপি কম্বল বিতরণ করেন ধান ক্ষেতে লাশ,ময়মনসিংহে মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করলো পিবিআই নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২ মুন্সীগঞ্জে মঞ্চস্থ হলো নাটক- নির্বর্তন
তাল গাছের কান্না

তাল গাছের কান্না

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে তালগাছের কান্নায় পরিবেশ ভারী ও জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। জানা গেছে, জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা ও বজ্রপাত প্রবণ বরেন্দ্র অঞ্চলে বজ্রপাত প্রতিরোধে, রাস্তার ধারে তালগাছ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্ত্ত দুঃখজনক হলেও সত্য, বিদ্যুৎ সরবরাহ লাইন সম্প্রসারণ কাজে নির্বিচারে এসব তালগাছ হত্যা করা হয়। পরিবেশ বিদগণের ভাষ্য তালগাছ যদি হত্যা করা হবে, তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তার ধারে তালগাছসহ বৃক্ষরোপণ কেনো ? স্থানীয়রা জানান, খড়ি বাণিজ্য করতে ঠিকাদারের লোকজন। প্রয়োজন-অপ্রয়োজনে নির্বিচারে বিভিন্ন গাছের ডালাপালা কেটে, তা জ্বালানী হিসেবে বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
সরেজমিন দেখা গেছে, তানোর-বায়া রাস্তায় আকচা, কাশিমবাজার, জিওল-কালীগঞ্জহাট এবং তানোর-তালন্দ প্রায় ৫ কিলোমিটার রাস্তায় নির্বিচারে বিভিন্ন গাছের ডালাপালা কাটা ও খড়ি বিক্রি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদারের অগোচরে সাইড ম্যানেজার আনোয়ার হোসেন এবং মিস্ত্রী ফারুক হোসেন ডালপালা ও কোনো ক্ষেত্রে বড় গাছের অর্ধেক কেটে বিক্রি করছে। কিন্ত্ত পরিপত্র অনুযায়ী গাছ বা বড় আকারের ডাল কেটে বিক্রির কোনো সুযোগ নাই। প্রয়োজনের তাগিদে ছোট-বড় ডাল কাটা যাবে, তবে তা বিক্রি করা যাবে না, সেখানেই রাখতে হবে এলাকার জনসাধারণ এসব ডাল পালা ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, যশোর এলাকায় ৫০টি তালগাছে কীটনাশক প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ৩১ জানুয়ারি শাহরিয়ার আলমকে তলব করেন হাইকোর্ট। বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন, ‘খবরে উল্লেখিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সর্বোপরি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের অঙ্গীকার বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত রুল দিচ্ছি।’
এবিষয়ে ঠিকাদারের সাইড ম্যানেজার আনোয়ার হোসেন জানান, প্রয়োজন ছাড়া ডালপালা কাটা হয়নি। আবার প্রয়োজনে ডাল কেন গাছ কাটারও হুকুম আছে। আর শ্রমিকদের খরচের জন্য কিছু ডালপালা বিক্রি করা হয়েছে। এসব ছোট বিষয়। এবিষয়ে মিস্ত্রী ফারুক হোসেন জানান, বিদ্যুতের লাইনের জন্য ডালপালা কেন গাছ কাটার কথাও বলা আছে। এবিষয়ে ঠিকাদার শাহিন জানান, প্রয়োজনে গাছ নয় ডাল কাটার কথা। তাল গাছের মাথা কাটায় গাছ মরে গেছে, আর কাটা ডাল পালা বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছের ডাল কাটার পর মরে গেলে কি করার আছে। কিন্ত্ত কত কিলোমিটার, কত টাকার কাজ ও সিডিউল দেখতে চাইলে তিনি সুনির্দিষ্ট তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। এবিষয়ে তানোর নেসকো (পিডিবির) আবাসিক প্রকৌশলী কিবরিয়া জানান,প্রয়োজন ছাড়া ডালপালা কাটা যাবে না, তালগাছের মাথা কাটেনি, অন্য কারনে মরতে পারে, আার কাটা ডালপালা বিক্রির কোন সুযোগ নেই। যদি এমন হয়ে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।#

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD