ময়মনসিংহে ওসির উদ্যোগে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় স্বস্থিতে হিজড়া সম্প্রদায়

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দের উদ্যোগে ব্যতিক্রমী এক সালিশ বৈঠকের মাধ্যমে সম্প্রতি ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়ে
তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের দীর্ঘ দিনের বিরোধের জেড় ধরে আধিপত্য বিস্তার ও টাকা পয়সা সংক্রান্তে হিজরা সম্প্রদায়ের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটলে ঘটনাটি তদন্ত করে এক শালিস বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে সুষ্ঠু ও শান্তিপুর্ণ সমাধান দেওয়া হয়েছে।

সোমবার (১৩ই ফেব্রুয়ারি) রাত ৯টায় কোতোয়ালী মডেল থানা কম্পাউন্ডে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয় পক্ষের সম্মতিতে এই সমাধান দেন ওসি শাহ কামাল আকন্দ।এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের দীর্ঘ দিনের বিরোধে গত ৯ফেব্রুয়ারী টাকা পয়সা সংক্রান্তে হিজরা সম্প্রদায়ের দুই গ্রুপে এই মারামারির ঘটনা ঘটে।
বৈঠক শালিসে ওসি শাহ কামাল আকন্দের কথায় মুগ্ধ হয়ে হিজড়াদের দুই পক্ষের লোকজন সভায় উপস্থিত সকলের সামনে শান্তির শপথ করে বলেন, তারা আর কখনও সংঘাতে লিপ্ত হবেন না। এসময় কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ ফারুক হোসেন ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই/ জহিরুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

এসময় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, কাঁদা ছোড়াছুড়ি যাতে না করে; সবাই যাতে শান্তিতে থাকে। আমরা সর্বাবস্থায় নিরপেক্ষ থাকব, আইনের মধ্যে থাকব। শান্তির পথে যারাই বাধা সৃষ্টি করবে, তাদেরই আমরা আইনের আওতায় নিয়ে আসব।

এদিকে বিভিন্নভাবে তদন্ত করে ঘটনাটি নিষ্পত্তি করে বিবদমান দুই হিজড়া গ্রুপের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনায় ওসি কামালের এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বত্র সাড়া জাগিয়েছে। ওসির ঐকান্তিক প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হওয়ায় স্বস্তি ফিরেছে দুই হিজড়া গ্রুপের মাঝে।

শালিস বৈঠকে ওসি শাহ কামাল আকন্দ দুই হিজড়া পক্ষকে আগের মতো শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার অনুরোধ জানান। এসময় দুই পক্ষ নিজেদের ভুল বুঝতে পেয়ে ভবিষ্যতে এ ধরনের সংঘাতে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন- একটি তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা বিচারিক পর্যায়ে ছিলো। কিন্তু কিছু কুচক্রী ব্যক্তি তা নিয়ে সাজানো গুজব রটিয়ে দুই হিজড়া পক্ষকে সংঘর্ষে লিপ্ত হতে ইন্ধন দিয়েছে। তিনি সবাইকে দ্বন্ধে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার অনুরোধ জানিয়ে এলাকায় যে কোন প্রকার দ্বন্ধ-সংঘাত সৃষ্টি হলে তা নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক করা হয়।

বৈঠকে জনতার সামনে সংঘর্ষে জড়িত দুই পক্ষের হিজরাগণ প্রদত্ত সিদ্ধান্ত মেনে নিয়ে একে অপরের সাথে কোলাকুলি করে এ ধরনের সংঘাত থেকে মুক্ত থাকার ঘোষনা দেন। ওসি শাহ কামালের এমন উদ্যোগের প্রশংসা করে হিজড়াগণ জানান- এভাবে কোন ওসি অতীতে মানুষ তথা হিজরা সম্প্রদায়ের সমস্যা সমাধানে ভ‚মিকা রাখেনি। এটা রা
ময়মনসিংহ বাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *