রাঙ্গাবালীতে ডিসি ক্লাস নেওয়ায় ছাত্র-ছাত্রী মুগ্ধ

রফিকুল ইসলাম,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) শরিফুল ইসলাম। রাঙ্গাবালী উপজেলার সদরের রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের ক্লাস নিয়েছেন (ডিসি) শরিফুল ইসলাম। সোমবার (১৩ই ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক শরিফুল ইসলাম। তিনি ছাত্র/ ছাত্রীদেরকে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ নাসরিন আক্তার জুই বলেন, আজ হঠাৎ ডিসি স্যার আমাদের ক্লাস নিয়েছেন। কখনও কল্পনাও করিনি ডিসি স্যার আমাদের ক্লাস নেবেন। স্যার অনেক সুন্দর ও সহজভাবে আমাদের বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন। আমাদের সঙ্গে সুন্দর ভাবে কথা বলেন। আমাদের শিক্ষিকদের মতোই মনে হয়েছে। আমরা সবাই স্যারের কথা শুনে অবাক হয়েছি। স্যার এত সুন্দরভাবে আমাদের সাধারণ জ্ঞানে ক্লাস নিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, জেলা প্রশাসক স্যার ১১টার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেণ। তারপর তিনি বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ক্লাস নেন। এসময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করেণ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *