তোমাকে নিজের উপর ভরসা করতে হবে, তুমি পারবে-কোচিং সেন্টারের উদ্বোধনে মেয়র আব্দুর রশিদ খাঁন

মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রেজা কোচিং সেন্টারের পরিচালক শাকিল বিভিন্ন সামাজিক কাজের অংশগ্রহণ মূলক কাজসহ শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নাচোলে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। শিক্ষাক্ষেত্রে নাচোল এগিয়ে গেলেও এমন প্রতিষ্ঠান না থাকায় অনেকে এ সেবা থেকে বঞ্চিত ছিল।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেজা কোচিং একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু।
গতকাল রোববার বিকালে রেজা কোচিং একাডেমী প্রাঙ্গনে কোচিং এর পরিচালক শাকিল রেজার সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন মেয়র।

এসময় উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, সাংবাদিক অ্যাসোশিয়েসনের সভাপতি নুরুল ইসলাম বাবু, যুগ্ন সাধরণ সম্পাদক মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। এবং কোচিং সেন্টারসহ সকল শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করেন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *