January 15, 2025, 5:04 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ।
রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তরা এবং সচিবালয় এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর।
গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পাকুরতিয়া গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে ইউসুফ শেখ (৫০) এবং ভৈরব নগর গ্রামের মৃত অতুল চন্দ্র সমাদ্দারের ছেলে সুশীল কুমার সমাদ্দার (৬০)।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ও প্রতারক চক্রের নেতা সাবেক দুই ইউপি সদস্য ইউসুফ শেখ ও সুশীল কুমার সমাদ্দার ঢাকায় অবস্থান করনে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে ঢাকার উত্তরা ও সচিবালয় এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য ইউসুফ শেখ মোট ৬টি মামলার ওয়ারেন্টেভূক্ত পলাতক আসামী। ইউসুফ শেখের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড এবং আরো দুইটি প্রতারণা মামলাসহ মোট চারটি মামলার ওয়ারেন্ট আছে। অপর আসামী সুশীল কুমার সমাদ্দারের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অর্থদন্ডসহ দুইটি মামলায় ওয়ারেন্ট আছে। তাদের উভয়ের ওয়ারেন্ট হওয়ার পর দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আত্মগোপন করে ছিলো। #