শীতার্তের খোঁজে, চিরস্থায়ী বন্ধুত্ব।

মোঃ জুনায়েদ খান সিয়াম,(উজিরপুর উপজেলা প্রতিনিধি )
এই তীব্র শীতের হাড় কাপানো প্রভাবে মানুষ যখন এক টুকরো শীত বস্ত্র পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, ঠিক তখনই “চিরস্থায়ী বন্ধুত্ব মুছে ফেলি দূরত্ব” নামক একটি সংগঠন বরিশাল জেলার উজিরপুরের বিভিন্ন পথে পথে কম্বল বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা শুধু গরীব ও খেটে খাওয়া মানুষকে নয়, রাস্তার পাশে ও হাট-বাজারে ঘুরে ঘুরে পাগল ও অসহায় মানুষের মাঝেও এই কম্বল বিতরণ করছে।

এ ব্যাপারে সংগঠনের মুখপাত্র ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, টরকি শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাখাওয়াত হোসেন শান্তর সাথে কথা হলে তিনি জানান, বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের কতিপয় বন্ধু মিলে সওয়াবের উদ্দেশ্যে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা ও বিভিন্ন ধর্মীয় কাজে দান, সদাকাহ করার জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে “চিরস্থায়ী বন্ধুত্ব মুছে ফেলি দূরত্ব” নামক একটি মানবিক সংগঠন গড়ে তুলি। আমাদের আশেপাশের অনেক মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমারা এককভাবে তাদের সাহায্য সহযোগিতা করার ইচ্ছে থাকলেও তা করা হয় না। তাই সংগঠিতভাবে আমারা মানুষের জন্য চেষ্টা করলেই অনেক কিছু করতে পারি।

তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে এই অল্প বয়সে আমরা, অনেকগুলো কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমাদের কাজগুলোর মধ্যে পূর্ব বামরাইল আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় হাফেজাদের হিজাব ও কিতাব বিতরণ, মালিকান্দার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত ইটভাটার শ্রমিক শহিদুল ও জয়শ্রীর রানু বেগমের এর চিকিৎসার জন্য সাহায্য, গাছ থেকে পরে হাত, পা ও মেরুদণ্ড ভাঙ্গা রোগী জয়শ্রীর বালীবাড়ির রফিকুল ও কালিহাতার বাবুলের চিকিৎসার জন্য সাহায্য, পূর্ব জয়শ্রীর হাজাম বাড়ির আত্নীয় মূত্রনালীর অপারেশনের রোগীর চিকিৎসার জন্য সাহায্য, উত্তর মোরাকাঠী এবং আটিপাড়া নূরানী ও হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ, গত ঈদুল ফিতরে রমজানকাঠী, শিকারপুর ও সানুহার ইয়াতিম মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ জয়শ্রী, বামরাইল, ইচলাদী ও কালীহাতার বিভিন্ন এতিমের মাঝে ঈদের পোশাক বিতরণ, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নানা জাতের ফলের চারা রোপণ, মোড়াকাঠি রাঢ়ীবাড়ির মসজিদ উন্নয়নে দান, সিলেটের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অন্যতম।

তিনি বলেন, আমাদের দান খুব একটা উল্লেখযোগ্য মাত্রায় না হলেও আমরা মানুষের সাহায্যে পাশে দাড়াতে পেরে নিজেদের গর্বিত মনে করি। এভাবে প্রতিটি এলাকা থেকে মানুষ যদি সংগঠিত হয়ে মানুষের পাশে দাড়ায়, তবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা মোটেও অসম্ভব নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *