বিশেষ সংবাদদাতা।। রবিবার ১২ ফেব্রুয়ারি উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নারী নেতৃী অপরাজিতা বানারীপাড়ার সভাপতি সন্ধ্যা রাণী সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি উপজেলা বিআরডিবির কর্মকর্তা কান্তা রাণী দত্ত এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন রুপান্তর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী। নেটওয়ার্ক ও এ্যডভোকেসীর প্রশিক্ষণ পরিচালনা করেন কো-অর্ডিনেটর ঝুমা কর্মকার। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণে আলোচনা করেন জেলা কো- অর্ডিনেটর নুর- ই- আজম হায়দারী(রাজা), উপজেলা সমন্বয়কারী মুনজিলা মুন, শাকিলা আজিম। প্রশিক্ষণে ১৭ জন অপরাজিতা নারী অংশ নেন।#
Leave a Reply