পটুয়াখালীর বড়বিঘাই শত্রুতামুলক রান্না ঘর ও কুটার কুড়ে অগ্নিসংযোগের অভিযোগ

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে রান্না ঘর ও কুটার কুড়ে অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১’ফেব্রুয়ারি -২০২৩ ইং) তারিখ আনুমানিক রাত ১০ হইতে ১২’ফেব্রুয়ারি রাত ৩ টার মধ্যে বড়বিঘাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রান্না ঘর পুড়ে যাওয়া ভুক্তভোগী মোঃ সোলেয়মান ফকির ও কুটার কুড় পুরে যাওয়া ভুক্তভোগী আব্দুস সোবহান ফকির বাদী হয়ে আলাদা আলাদা ৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত আসামি রেখে দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে, বিবাদী (১). জাকির ফকির (৪০), পিতাঃ আবু বক্কর ফকির, (২).হানিফ ফকির (৫০), পিতাঃ মৃত কালু ফকির, (৩). জালাল ফকির (৪৫), (৪). দেলোয়ার হোসেন ফকির, উভয় পিতাঃ মৃত গগন ফকির, (৫). শাহাজাহান ফকির (৫৫), পিতাঃ মৃত আব্দুল ফকির, (৬). আল-আমিন (২৫), পিতাঃ হানিফ ফকির, (৭). নিজাম উদ্দিন (৪৫), পিতাঃ মৃত সেরাজ উদ্দিন সহ অজ্ঞাত ব্যাক্তিরা।

জানাগেছে, পূর্বে বিবাদের সঙ্গে জমি জমার বিরোধ চলছে। এনিয়ে বিগত দিনে সদর থানায় অভিযোগ দায়ের করা হলেও বেশ কয়েবার সালিশ মিমাংসার কথা বলে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবজ্ঞা করে মিমাংসায় আসেনি। বর্তমানে জোরপূর্বক জমি দখল করার জন্য রাতের আঁধারে সু-কৌশলে ঐ জমিতে স্থাপন কুটার কুড় ও রান্না ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত ব্যাক্তিদের বক্তব্য নিতে চাইলে মুঠোফোনে একাধিকবার চেষ্টা ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *