January 15, 2025, 10:51 am
মোঃ আব্দুর রহিম বাবলু :-
নাঙ্গলকোটে সামাজিক ও মানবিক সংগঠন পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যান সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ১ফেব্রুয়ারি সংগঠনের আহ্বায়ক শহিদুল্লাহ ও সদস্য সচিব শাহ পরান মজুমদারের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির মাধ্যমে ১ বছরের জন্য ১৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এতে বাহরাইন প্রবাসী বশির আহমেদ মজুমদারকে সভাপতি, হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দুবাই প্রবাসী ইউছুপ নবীকে সাংগঠনিক সম্পাদক,দুবাই প্রবাসী আব্দুল মান্নানকে প্রচার সম্পাদক, আব্দুস সামাদকে অর্থ সম্পাদক, বাহরাইন প্রবাসী মাঈন উদ্দিন আল মামুনকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১১ সদস্যের প্রবাসী উপদেষ্টা, ২০ সদস্যের প্রতিনিধি সহ ১৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য উক্ত সোসাইটি পেরিয়া ইউনিয়নের পিছিয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের পাশে সহায়তা নিয়ে থাকার লক্ষ্যে ২৪ জুলাই ২০২০ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সে ধারাবাহিকতায় বিগত বছর গুলোতে ৫০টি পরিবারকে আর্থিক অনুদান সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। আগামীতে সেবার মান বৃদ্ধি করতে এবং সোসাইটির পথ চলা ও উত্তর উত্তর সফলতার জন্যে সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃত্ব।