গলাচিপার আমখোলায় ফিড মিলের ব্রয়লার বিস্ফোরনে গুরুত্বর আহত ১

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী-টু-গলাচিপা সড়কে উপজেলার আমখোলা ইউনিয়নে পুর্ববাশবুনিয়ায় ১২’ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫ টার সময় ফিড উৎপাদন মিলের ব্রয়লার বিস্ফোরন হয়ে সুজন (২০), নামের এক যুবক গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটে। আহত সুজন ইউনিয়নের রামদুলা গ্রামের বাসিন্দা আশরাফ আলী মৃধার ছেলে।

ইস্টার্ন ইউরো ফিড মিলসে বয়লার লেয়ারসহ সকল প্রকার ফিড উৎপাদন করা হয় এর মালিক ফয়সাল বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইস্টার্ন ইউরো ফিড মিলে হঠাৎ করে বিস্ফোরন ঘটলে আশে পাশের বসবাসকারী লোকজন আতংকিত হয়ে ছুটে আসলে দেখতে পায় ফিড মিলের ব্রয়লার বিস্ফোরন হয়ে সুজন নামের এ যুবকের সমস্ত মুখ মন্ডল ও শরীরের অন্যান্য অংশে গরম পানিতে দগ্ন হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত সুজন হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ড ১৭ নং বেডে চিকিসাধীন রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আশে পাশের দেয়াল ফেটে ব্রয়লার বিস্ফোরন হয়ে ১০০ ফিট দুরে গিয়ে পরে আছে৷ এসময় বৈদ্যুতিক মেইন লাইন ও পাশের মুল সড়কে ফাটল ধরে যায়। দেয়ালের ইট প্রায় ২০০ গজ দুরত্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসময় এলাকাবাসীরা এই ব্রয়লার মিলকে ঝুকিপূর্ণ বলে দাবি করেন। এছাড়াও মিলের পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে আজ এমন দুর্ঘটনা ঘটে। এটি যাহাতে নিদিষ্ট স্থানে নিরাপদে সড়িয়ে নেয়া হয় এমন দাবি জানান এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *