রোজায় মূল্যবৃদ্ধির বদনাম থেকে বেরোতে চান ব্যবসায়ীরা- মোঃ জসিম উদ্দিন

মোঃ রাসেল সরকার // রোজায় পণ্যের মূল্যবৃদ্ধির বদনাম থেকে ব্যবসায়ীরা বের হয়ে আসতে চান বলে জানালেন এফবিসিসিআই সভাপতি মো.জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘সরকার দাম কমালে আমরাও কমাব। জিনিসপত্রের দাম একবার বাড়লে ব্যবসায়ীরা আর কমান না৷ এই বদনাম থেকে আমরা বের হতে চাই। আমরা ব্যবসায়ীরা ঘোষণা দিতে চাই এবার রোজায় আমরা দাম বাড়াব না।’

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এ সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘নিত্য পণ্যের বাজারে যা কিছুই হোক, ব্যবসায়ীদের দোষ। এটা থেকে বের হতে হবে। দাম বাড়ার অনেক কারণ থাকে। বাজার নষ্ট হওয়ার অনেক কারণ থাকে, অনেক পক্ষ যুক্ত থাকে। কোনো ব্যবসায়ীর দোষ থাকলে তাকে শাস্তি দেন।’

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে করণীয় নির্ধারণে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, বাজার সমিতি, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারীসহ সকল অংশীদারদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *