শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে- যুবলীগ নেতা এইচ এম ফারুক

ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের প্রখ্যাত পীরে কামেল নূরে মোহাম্মদীর ধারক ও বাহক আল্লামা শাহ্ সুফি হযরত মাওঃ ফকির জমশেদ আলী নূরে চিশতী (রহ্) আল নারায়নপুরী পীর কেবলা জানের স্মরণে ৬৫ তম বাষির্কী মহা পবিত্র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ,দোয়া ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ফেব্রুয়ারী) অনুষ্ঠিত পবিত্র ওরশ মাহফিলে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ সদর আসন এলাকার সর্বস্তরের জনতার প্রিয়মুখ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব,বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর ছোট ভাই এইচ এম ফারুক। এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন- অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী শাহজাহান কবির। ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাউল সঙ্গীতানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা এইচ এম ফারুক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষে সকলের প্রতি আহবান জানিয়ে তার বড় ভাই সদর আসনের প্রিয়মুখ জনবান্ধব চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন- জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে ও ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে,নিরাপদ থাকে, তাই আপনার জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য আরিফ রববানী, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী শাখার সভাপতি উমর ফারুক, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সুয়েল মিয়া,জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার সদস্য আলামিন, ভাবখালী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক জুয়েল মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আকন্দ,ইঞ্জিনিয়ার আকাশ,আজগর হোসেন,ছাত্রলীগ নেতা আমিরুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-তারেক হাসান তাহসিন, কাজী ইনছান,রহমত আলী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *