লক্ষ্মীপুর প্রতিনিধি:
সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে লক্ষ্মীপুরে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। সমাবেশ থেকে বিএনপি পদযাত্রার নামে নৈরাজ্যে’র প্রতিবাদ জানানো হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলার রায়পুরে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার ৫২টি ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে। বিকেল ৩টার দিকে জেলার প্রত্যেক ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি।
শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরমোহনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন ব্যাপারী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী প্রমুখ।
লক্ষ্মীপুরে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ

Leave a Reply