January 15, 2025, 7:33 am
বানারীপাড়া প্রতিবেদক।। শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় বিএনপি জামায়াতেরদেশ বিরোধী ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নে পৃথক পৃথক শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা এবং উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বানারীপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশীল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আব্দুল জলিল ঘরামী, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ সদস্য রিয়াজুল ইসলাম রাজু , ইউনিয়ন যুবলীগ সম্পাদক ফারুক ঘরামী, মনির মল্লিক, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুন মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, সদস্য মোঃ ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মোঃ সুলতান শিকদার প্রমূখ।
এ ছাড়া অন্যান্য ইউনিয়নে শান্তি সমাবেশে যোগদেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোঃ আনিসুর রহমান, একে ফাইয়াজুল হক রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার প্রমূখ।#