মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সব ইউনিয়নে ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ পালিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বঙ্গবন্ধু স্কোয়ারে শান্তি মিছিল শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এই শান্তি সমাবেশ পালিত হয়।
এই সময় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ এর সভাপতিত্বে ও পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাথ দেব,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে,সাংগঠনিক সম্পাদকগণ,আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ শীল,যুবলীগের সভাপতি আল আমিন,সাধারণ সম্পাদক নাজির হোসেন।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply