August 31, 2025, 8:13 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
খুলনায় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লা-শ উ-দ্ধার গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভি-যানে ট্রাফিক আ-ইনে ২১ মাম-লা দা-য়ের  ময়মনসিংহে তিনদফা দা-বীতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অব-রোধ, ভো-গান্তিতে যাত্রীরা পটুয়াখালীতে যুব অধিকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিপি নুর সহ সকল আহ-তদের সুস্থতার জন্য দো-য়া ও মিলাদ সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন আশুলিয়ায় কিশোর গ্যা-ং মা-দক স-ন্ত্রাসীদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ পোশাক শ্রমিক এলাকাবাসী সুনামগঞ্জ-৫ আসনে জ-মজমাট ল-ড়াইয়ে বিএনপি জামায়াত ও উদীয়মান ইসলামি নেতৃত্ব ধামইরহাটে অ-গ্নিকান্ডে ক্ষ-তিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, টাকার চেক ও খা-দ্যদ্রব্য বি-তরণ পাইকগাছায় পোদা নদী ও গয়সা খাল উন্মুক্তের দা-বীতে মা-নববন্ধন অ-নুষ্ঠিত গোদাগাড়ীর পালপুর মালিগাছায় দু-র্বৃত্তরা নিজ বাড়িতে খু-ন করছে এক বৃদ্ধাকে
পাথরঘাটা বিএনপি নেতাকর্মীদের মারধর অফিস ভাংচুর

পাথরঘাটা বিএনপি নেতাকর্মীদের মারধর অফিস ভাংচুর

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ বেলা ১১টার সময় পাথরঘাটা থানা সংলগ্ন বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ এ অভিযোগ করেন। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গুরুতর আহতদের মধ্যে যাদের নাম জানাগেছে তারা হলেন, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ হারুন অর রশিদ, সদস্য সচিব খাইরুল শরীফ, যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ আঃ হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান, আব্বাস উদ্দিনসহ অনেকে।

পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জানান, আজ সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসুচি পালন করছে। এরই ধারাবাহিকতায় বেলা ১০টার সময় বিএনপি দলীয় কার্য্যালয় নেতাকর্মীরা উপস্থিত হয়। বেলা সাড়ে ১০ টার সময় পাথরঘাটার ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিএনপি অফিসে প্রবেশ করে আকর্®ি§ক হামলা চালায় আমাদের ওপরে। বিএনপি অফিসের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায় তারা। এ সময় প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ছাত্রলীগ নেতা কর্মীদের থামানো চেষ্টা করলেও অল্প সংখ্যক পুলিশের কারনে তা সম্বব হয়নী বলে জানান।

পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ জানান, আজকের কর্মসুচিকে ঘিরে পাথরঘাটা থানার পুলিশ গত রাতে উপজেলা বিএনপি’র অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের বাড়িতে তাদের আটক করার জন্য তল্লাশী অভিযান চালায় বলে অভিযোগ করেন। এ সময় শত শত বিএনপি নেতাকর্মীরা বাড়ি ছেড়ে অন্যাত্র রাতযাপন করায় তাদেরকে পুলিশ আটক করতে পারেনী বলে জানান তিনি। আজকের বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদেন মারধর করার প্রতিবাদ ও তিব্র নিন্দা জানান তিনি।

পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শাহজাদা জানান, আজকে বিএনপির কর্মসুচীতে আমাদের জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আমরা তার প্রতিবাদ জানিয়েছি। তাদের সাথে আমাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন।

পাথরঘাটা থানার ওসি মোঃ শাহ আলম জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকার কারনেই বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে। বিএনপি অফিসের সামনে থেকে দু’পক্ষকেই শান্ত করে তাদেরকে শরিয়ে দেয়া হয়। এ ব্যাপারে কোন আটক বা মামলা হয়নি বলে জানান তিনি#

অমল তালুকদার।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD