নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ র‌্যাব’র হাতে গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ র‌্যাব’র হাতে গ্রেপ্তার।
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১০ জানুয়ারি) ভোর রাতে নড়াগাতি থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে র‌্যাব-৩ টিকাটুলি ঢাকা এর আভিযানিক টিমের সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মামুন নড়াগাতির দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁ এর ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের বিরুদ্ধে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। উক্ত মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। মামলায় হাজিরা না দেওয়ায় ২০০৭ সালে গ্রেপ্তারি আদেশ হলে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে জীবনযাপন করছিলেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *