January 15, 2025, 2:53 pm
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে ৩ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী মানুষদের হরিবাসর অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের কীর্ত্তন দলের সুনামধন্য গায়ক দিয়ে পালাকীর্তন হয়।এ অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।
অনুষ্ঠানের শরুতেই ঐলাকায় জনপুর্ন হয়ে যায়। বিশাল মেলায় পরিনত ছিল হরিবাসরের চারিদিকে। এ মেলায় বিভিন্ন রকমারি দোকান পাট বসেছিল।শনিবার সকালে এ হরিবাসর অনুষ্ঠানটি সমাপ্তি হয়।