January 15, 2025, 5:10 am
মোংলা প্রতিনিধি
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে ১০ দফা দাবীতে মোংলায় বিএনপির পদযাত্রা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে মোংলার গুনাই ব্রিজ সংলগ্ন কবিরাজবাড়ী এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়। বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ পদযাত্রার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকে ঘিরে গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হয়রানী ও ধরপাকড় চালাচ্ছেন। তিনি পুলিশের এহীন কর্মকান্ডেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদযাত্রা কর্মসূচি থেকে। এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন মোংলার ৬টি ইউনিয়নের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শেখ রুস্তম আলী, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পংকজ বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা। এদিকে রামপাল উপজেলারও ১০টি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন। রামপালেও শনিবার সকালে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সেখানকার পদযাত্রা কর্মসূচীতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তিনি আরো বলেন, বিভিন্ন ইউনিয়নব্যাপী শনিবার দিনভর চলবে এ পদযাত্রা কর্মসূচি।