January 15, 2025, 9:14 am
জাকিরুল ইসলাম জাকির:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মধ্যে রাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। খবর পেয়ে মধ্যরাতেই ক্ষতিগ্রস্থ ওই বাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
শুক্রবার রাতে উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছে আ’লীগ নেতা রেজাউল করিম। মামলায় ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোরগাছা গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে বেল্লাল মন্ডল, হায়বর আলীর ছেলে মশিকুল মিয়া এবং একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে মোশারফ হোসেন (২৫)।
আ’লীগ নেতা রেজাউল করিমের ছেলে রাসেল আরিয়ান বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ২০ থেকে ২৫ জন আমাদের বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই গালিগালাজ করে এবং মোটরসাইকেল ভাংচুর করে। পরে যাওয়ার সময় তারা আমাদের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এঘটনায় মামলা হয়েছে। আমরা এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছি। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরেই মুঠো ফোনে খবর পাই ঘোড়াঘাটে ওয়ার্ড আ’লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীরা ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে। তৎক্ষণাৎ ওই ক্ষতিগ্রস্থ বাড়িতে যাই ও তাঁদের খোঁজখবর নেই। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যত অর্থ ও প্রভাবশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের শাস্তি পেতে হবে।
মো. জাকিরল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।