নিখোঁজ জহিরুল ইসলামের সন্ধান চায় পরিবার

মোঃ রাসেল সরকার// রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে জহিরুর ইসলাম নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। তার বয়স ৩৫ বছর,  গায়ের রং শ্যামলা, মুখে দাড়ি ও উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো ছাই রঙয়ের পাঞ্জাবী, নেভীব্লু রঙয়ের জ্যাকেট ও জিন্স প্যান্ট।

তার পরিবার জানিয়েছে, তিনি গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ রাত অনুমান ০৯:৪৩ টায় মোটরসাইকেল বিক্রির জন্য  চাঁদপুর থেকে রাজধানীর মিরপুরে আসেন জহিরুল। তার বোন ফোন করলে তিনি শাহবাগে বাসে রয়েছেন বলে জানায়। পরর্বতীতে তার ফোন বন্ধ পাওয়া যায় ও তিনি বাসায় ফিরে আসেনি। তিনি বাসায় ফিরে না আশায় আশে-পাশে খোঁজ করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ব্যক্তির শ্যালক মোঃ তাজারুল ইসলাম। জিডি নং-২৭৭ তারিখ-০৪/০২/২০২৩ খ্রিঃ।

জহিরুল ইসলামের সন্ধান পেলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ  (০১৩২০-০৩৯৫২০) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *