ধনবাড়ীতে এক পরিবার কে অবরুদ্ধ করার অভিযোগ

হাফিজুর রহমান,
টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি গ্রামে এক পরিবার কে পারিবারিক শশ্রুুতার জেরে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভোক্তভূগী পরিবার।

ভোক্তভূগী সাইফুল জানান, আমি পৈত্তিক সম্পতিত্তে বসবাস করে আসছি। পারিবারিক কলহের জেরে আমার প্রবাসী ভাই হারুন অর রশিদ ও ভাই আব্দুর রহমান টিক্কা’র মেয়ে ঋৃতু ও হারুনের স্ত্রী রুবিনা এবং আনোয়ারা গংরা জোর পূর্বক আমার রান্না ঘর ভেঙ্গে দেয়। শৌচাগারে তালাবদ্ধ করে ঝুলিয়ে দিয়েছে। এমতাবস্থায় প্রকৃতির ডাকের কাজ করা ও গোসল করতে পারছি না। এঘটনায় ধনবাড়ী থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ে করি। পরে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে এসে বিবাদীদের কে মীমাংসা না হওয়া পর্যন্ত তাদের ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন। পরে নির্মাণ কাজ ঐ সময় বন্ধ করে রাখে। কোন অদৃশ্য কারণে বিবাদীরা একদিন পর থেকেই আবারো নির্মাণ কাজ চালিয়ে আসছে। আমার বাড়ীর বাহিরে গরুর গর ভেঙ্গে ফেলে সেখানে আব্দুল করিম ঘর নির্মাণ করছে। বাড়ীর ভিতরে রান্না ঘর ভেঙ্গে দিয়ে হারুনের স্ত্রী রুবিনা তিনি ঘর নির্মাণ করছে। বিবাদীরা খুবই খারাপ মানুষ। বর্তমানে আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি। আমি প্রায় ৭ দিন যাবত গোসল করতে পারছি না। খুবই মানবেতর জীবন যাপন করছি। এঘটনায় আমি সটিক বিচার দাবী করছি।

এব্যাপারে বিবাদী রুবিনা ও ঋৃতু জানান, আমাদের ঘর নির্মাণ করার দরকার তাই ছাইফুলের রান্না ঘর আমরা ভেঙ্গে দিছি। সেই সাথে তারা আরোও বলেন, থানার ওসির কাছে থানায় গিয়েছিলাম ওসি কে দলিল দেখালে সে বলেছে জায়গায় যেহেতু আপনাদের, সেখানে ঘর ওঠাবেন নাকি পাঘার খুদবেন সেটা আপনাদের ব্যাপার। তাই আমরা তার রান্না ঘর ভেঙ্গে দিয়ে ঘর নির্মাণ করছি। তবে, থানা কৃর্তপক্ষ কোন লিখিত ভাবে নির্দেশ প্রদান করেছে কিনা জানতে চাইলে তারা কোন প্রমাণ দলিলাদি দেখাতে পারেনি। তবে স্থানীয় মুশুদ্দি ইউপি চেয়ারম্যান আবু কাউসার তাকে বিষয়টি অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন এটা তাকে জনানো হয়নি স্থানীয় মেম্বার কে নিয়ে সালিশ করা হয়েছে।

এব্যাপারে আব্দুর রহমান টিক্কা’র মেয়ে ঋৃতু বলেন, আমাদের জায়গায় আমরা ঘর নির্মাণ করতেছি। এতে ছাইফুলের কী সমস্যা। এই বলে তিনি আর কোন কথা বলেননি।

এবিষয়ে মুশুদ্দি ইউপি চেয়ারম্যান আবু কাউসার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকাতে রয়েছি। বিষটি নিয়ে এলাকায় এসে বসে মীমাংসা করে দেওয়া হবে।

এঘটনায় ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, বিবাদী পক্ষ থানায় আসলে তাদের কে বলা হয়েছে জায়গা-জমির ঝামেলা এটা এসিল্যান্ড অফিস ও আদালতের আশ্রয় নিতে বলা হয়েছে। তবে বিবাদীদেরকে কোন ধরণের ঘ্র নির্মান বা ভেঙ্গে ফেলতে বলা হয়নি বলেও তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *