September 18, 2025, 11:58 am
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের আয়োজনে তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারে ঘটে যাওয়া ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক , ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আঃ সালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল হক অংশ নেন।
আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও