January 18, 2025, 8:09 am
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই হাজিপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
গুরুত্বর আহত মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মোটরসাইকেল চালক শান্ত মোটর সাইকেলযোগে জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের হাজিপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় ওই মোটর সাইকেলটি বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান।
এ সময় চালক শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পরে গুরুত্বর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সে বর্তমানে চিকিৎসাধীন আছে।
কালাই থানার অফিসার ইনচার্জ, এস এম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।