মোংলয় ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধি।
মোংলা উপজেলার চাঁদপাই মেছেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী চলা এ ক্রীড়া প্রতিযোগীতার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার (৯ ফ্রেব্রুআরি) বেলা ১১ টায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্টানে চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনি পেশার ব্যাক্তিবর্গ সহ অবিভাকেরা উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ক্রীড়া ক্ষেত্রে মর্যাদা ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সফল ও অর্থবহ করে তুলতে খেলাধুলায় শিক্ষার্থীদের ব্যাপকভাবে চর্চা ও অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করতে হবে। চাঁদপাই মেসেরসাহ্
মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫৪ টি ইভেন্টে ২৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *