মেঘনা জেলেদের জালে ধরা পড়ল ১৬০ কেজি ওজনের হাউজ মাছ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের হাউস (শাপলা পাতা) মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৬০০ টাকা দিয়ে মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী জেলেদের থেকে কিনে নিয়েছেন। এতো বড় হাউস এর আগে কখনো কমলনগরে ধরা পড়েনি বলে জানায় মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে বলে ধারণা করছে স্থানীয়রা। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভীড় জমায়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গপোসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি, এটিই প্রথম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *