পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান হারালেন স্কুল শিক্ষিকা উর্মি

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর লোহালিয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইসরাত জাহান উর্মি নামের এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না-লিল্লাহ—-রাজিউন).

বুধবার (০৮- ফেব্রুয়ারী-২০২৩ ইং) তারিখ বিকালে লোহালিয়া-টু-বাউফল সড়কের লোহালিয়া ইউনিয়নের শৌলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু কোলে ঢলে পরেন।

নিহত ইসরাত জাহান উর্মি পটুয়াখালী শহরের সনামধন্য রশিদ কিশালয় বিদ্যায়তনের (কেজি স্কুলের) শিক্ষিকা ছিলেন। তিনি শহরের পিটি,আই সড়কের নবম তলা রজনীগন্ধা ভবনের বাসিন্দা ও নতুন বিবাহ দম্পতি। তার স্বামী বরিশালের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত।

রশিদ কিশালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান শিক্ষিকা উর্মির মৃত্যুতে আমরা গভীর শোকাহত আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষিকা হারলাম আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *