ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। আজ সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।নিহতের পরিচয়- শ্যামকুড় পশ্চিম পাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেল আরিফুল ইসলাম (২৯) ।শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে।তিনি আরো জানান, বর্তমানে লাশটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।৫৮ বিজিবির সিও লেঃ কর্ণেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনেছি । বিএসএফর সাথে যোগাযোগ করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। সে বাংলাদেশী কিনা তদন্ত চলছে।তিনি আরো বলেন, লাশ ভারতীয় সীমান্তে পড়ে আছে ।এদিকে ঘটনা জানাজানি হওয়ায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ
আতিকুর রহমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *