January 2, 2025, 10:10 pm
আজ ১০:৪৫-১১:১৫ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে ঝালকাঠি সাংবাদিক সমাজের উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন (২০/২৫) অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন পলাশ রায়, ঝালকাঠি জেলা প্রতিনিধি, সময় টিভি।
এ সময় বক্তারা বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর আমলে সংঘটিত কিছু অপকর্মের বিচার চাওয়ায় সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো রিপোর্টার রতন সরকারের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করেন কলিমুল্লাহ চক্রের প্রভাবশালী সদস্য উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। এর মানে হলো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে দুর্নীতিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন তারা। বক্তারা দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।