গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু করা হয়েছে।

আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু উপলক্ষে হাসপাতালে কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডা: মো: সামিউল ইসলাম।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড: মো: মনোয়ার হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডা: মো: ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা শহরের নবীববাগ এলাকায় ৩৬ একর জায়গার উপর প্রায় ৭০৫ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে ৫০০ শয্যাবিশিস্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়। বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে স্বাস্থ্য সেবা নিতে পারবে গোপালগঞ্জসহ এর আশপাশের জেলার সাধারন রোগীরা। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *