গোপালগঞ্জে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা, নিহত-১, আহত-৩৫

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা লেগে বিদ্যুত বিশ্বাস (৫০) নামে ম্যানেজিং কমিটির এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন। আহতদের কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতাল ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুরে এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিদ্যুত বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গকুল চন্দ্র বিশ্বাসের ছেলে।

উপ-পরিদর্শক দেওয়ান সাদেকুল ইসলাম জানান, তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষা সফরে এসেছিলো। পরে ফেরার পথে তাদের বহনকারী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ৩৬ জন আহত হয়।

ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত ২০জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *