January 15, 2025, 12:41 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক শ্রেণি) পরিবার শতভাগ পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ (ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে,অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর।
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার গুন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন ফকির, তুলশীগঙ্গা ইউপি সদস্য বজলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ।