January 2, 2025, 7:10 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচানে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে নির্বাচনী শো-ডাউন করছেন আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোডাউন বের করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র কামাল হোসেন শেখের কর্মী-সমর্থকেরা। শোডাউনের নেতৃত্ব দেন মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র কামাল হোসেন শেখ। শোডাউনটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় কামাল হোসেন শেখের পক্ষে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট প্রদর্শন করে। এ শোডাউনে কয়েক হাজার কর্মী সমর্থকেরা অংশ নেন।
এসময় মনোনয়ন প্রত্যাশি বর্তমান মেয়র কামাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে কোটালীপাড়া পৌরসভাকে স্মার্ট হিসাবে গড়ে তুলতে চাই। আমি যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হই তাহলে কোটালীপাড়া পৌরসভাকে একটি অধুনিক পৌরসভা করতে সব ধরনের কাজ করবো।
আগামী ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৬ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য তাদের জীবন বৃত্তান্ত দলের কাছে জমা দিয়েছেন। #