নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি ঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদের উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ পুলিশ এর পঞ্চগড়ের আটোয়ারী থানার আয়োজনে উপজেলায় ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানার গোল ঘরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার সভাপতিত্বে ধর্মীয় সম্প্রীতি মূলক এ সভা শুরু হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসি(তদন্ত) মোঃ সোয়েল রানা। সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পঞ্চগড় জেলা পরিষদ সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র ঘোষ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহ, আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরোহিত পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়। অন্যান্যের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদ বলরামপুর ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য খগেশ^র চন্দ্র বর্মন, আলোয়াখোয়ার সভাপতি ইউপি সদস্য প্রদীপ চন্দ্র সিংহ, রাধানগরের সভাপতি ইউপি সদস্য শুশিল চন্দ্র বর্মন, তোড়িয়া ইউনিয়ন সভাপতি ব্যবসায়ী পবিত্র দাস ও ধামোর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউপি সদস্য পরেশ চন্দ্র বর্মন প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী কয়েকটি মন্দির সহ মন্দিরের প্রতিমা ভাংচৃর করে এবং পবিত্র গ্রন্থ গীতা নষ্ট করে। আটোয়ারীতে দুষ্কুতিকারীরা এরকম বর্বরতম ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে যেন না পারে সে লক্ষ্যে আয়োজিত সভায় ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আটোয়ারী থানায় ধর্মীয় সম্প্রীতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply