January 3, 2025, 12:51 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ির পানছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের একসাথে এইচএসসি পাশ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।তাদের এই সফলতায় পুরো পানছড়ি এলাকা জুড়ে চলছে আনন্দের জোয়ার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশে এইচএসসির ফলাফল প্রকাশ করা হলে কলেজ এর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।
জানা যায়, পানছড়িতে মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন মা রাবিয়া আক্তার। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের উন্মুক্ত বিভাগ থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান ইমতিয়া খাগড়াছড়ি সরকারি কলেজ এর জেনারেল শাখার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৪.০০ পেয়ে পাশ করেছেন।তারা পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকার ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেনের সহধর্মিণী ও কণ্যা।
অপরদিকে ছেলের সঙ্গে এইচএসসি পাশ করেছেন ২নম্বর চেংগী ইউপির রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার সহধর্মিণী মা মানেকপুতি চাকমা। তার ছেলে সুমেন চাকমাও একই সাথে এইচএসসি পাশ করেন। মানিকপুতি চাকমা দিঘীনালা কলেজের উন্মুক্ত বিভাগ থেকে জিপিএ ৩.৬৭ আর তারই ছেলে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে পাশ করেন।
তাদের এই সফলতায় পুরো পানছড়ি এলাকায় চলছে আনন্দের জোয়ার।আত্মীয় স্বজন সহ এলাকায় চলেছে মিষ্টি বিতরণ।